Normal
0

false
false
false

MicrosoftInternetExplorer4

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:”Times New Roman”;
mso-ansi-language:#0400;
mso-fareast-language:#0400;
mso-bidi-language:#0400;}

মানুষের মধ্যে ভুল করার প্রবণতা থাকেএটিকে তার সহজাত প্রবণতা বলা যায়বলা হয়, মানুষ ভুল করার এ প্রবণতা পেয়েছে আদি পিতা হজরত আদম (আ.)-এর কাছথেকেশয়তানের প্ররোচনায় মানুষ ভুল করেআদি পিতা হজরত আদম (আ.) ভুলকরেছিলেন শয়তানের প্ররোচনায়সে ভুল থেকে তিনি আল্লাহর কাছে ক্ষমাচেয়েছিলেনভুল সংশোধনের জন্য সচেষ্ট হয়েছিলেনআল্লাহ দয়ালুমানুষ যতঅপরাধই করুক, খাস দিলে অনুতপ্ত হলে, অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেআল্লাহ তাকে ক্ষমা করে দেনএমনকি অনুতপ্ত মানুষকে আল্লাহ আরও বেশিমর্যাদা ও সম্মান দেন

দয়ালু আল্লাহ চান মানুষ তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুক, অনুতপ্তহোকহজরত আদম (আ.) যে ভুল করেছিলেন সে জন্য তাকে জান্নাত থেকে পৃথিবীতেপাঠানো হয়কঠিন বাস্তবতার সম্মুখীন হন তিনিনিজের অপরাধের জন্য ক্ষমাচাওয়ার পর আল্লাহ তাকে ক্ষমা করেনআদম (আ.) এবং বিবি হাওয়ার মাধ্যমেমানবজাতির বিকাশের ধারা সৃষ্টি করেনপবিত্র কোরআনের সূরা তা-হার ১২১ ও১২২ আয়াতে বলা হয়েছে, ‘আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সেভ্রমে পতিত হলোএরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার তওবা কবুলকরলেন ও তাকে পথনির্দেশ করলেন

আল্লাহ মানবজাতিসহ সবকিছুর স্রষ্টাআল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক মুনিব ওবান্দারআল্লাহর কাছে মানুষের ক্ষমা প্রার্থনার মধ্যে অস্বাভাবিকতা কিছুনেইবরং স্রষ্টার কাছে সৃষ্টজীব তার ভুলের জন্য ক্ষমা চাইবে, তার ভালোবাসাপাওয়ার চেষ্টা করবে এটি মানুষের স্বাভাবিক প্রবণতাভুল করা যেমন মানুষেরস্বাভাবিক প্রবণতা এবং আদি পিতা হজরত আদম (আ.) থেকে পাওয়া তেমনি আল্লাহরকাছে নিঃশর্তভাবে ভুল স্বীকার করা, অনুতপ্ত হওয়া এবং অবনত মস্তকে দয়াভিক্ষা চাওয়াও একই সূত্র থেকে পাওয়াযারা আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমাচায় না, অনুতপ্ত হয় না এবং ভুল পথ অাঁকড়ে থাকে তারা দুর্ভাগ্যেরঅধিকারী_ তারা অভিশপ্তযারা আল্লাহর ক্ষমা অর্জন করে তারা তাঁর রহমত অর্জনকরেতারা সত্যিকারের সৌভাগ্যবানআল্লাহ আমাদের সব ভুল থেকে দূরে থাকাএবং তাঁর ক্ষমা লাভের তওফিক দান করুনআমিন

About sunniaaqida

sunniaaqida

এখানে আপনার মন্তব্য রেখে যান